Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাটবাজার সংক্রান্ত বিষয়

হাট-বাজার ব্যবস্থানা নীতিমালা:

সবর্শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ হতে ২০ জুলাই ২০০২ ইং তারিখে স্মারক নং প্রজেই-২/হ-৫/২০০০/৪০৮ (৫২৭২) মূলে সরকারী হাট-বাজার সমূহের ইজারা পদ্ধতি, ব্যবস্থাপনা এবং উহা হতে প্রাপ্ত আয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের মধ্যে বন্টন সম্পর্কে নীতিমালা নামে একটি নীতিমালা জারী করা হয়েছে৷

তবে শর্ত থাকে যে, শ্মশান, সমাধিক্ষেত্র বা জনসাধারণ কর্তৃক ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত কোনো সম্পত্তি অধিগ্রহণ করা যাবে না৷

নক্সা অনুমোদন: মেট্টোপলিটন শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা সদর অধিক্ষেত্রের বাইরে যে কর্তৃপক্ষই হাট বাজারে আধাপাঁকা ভবন নির্মাণ করুক না কেন, হাট-বাজারের মাষ্টার প্লানকে ক্ষতিগ্রস্থ না করে এর নক্সা ও ডিজাইন অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা প্রস্তুত করতে হবে৷ উক্ত নক্সা ও ডিজাইন সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলঅ নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত হতে হবে৷

 

হাট-বাজারের গাছ: হাট-বাজারের পেরীফেরীর মধ্যে অবস্থিত সরকারী দালান-কোঠা, গাছপালা ইত্যাদি প্রাকৃতিক কারণে পড়ে গেলে ঐ সকল মালামাল জেলা প্রশাসক এর অনুমতি গ্রহণ করে নিলামে বিক্রি করা যাবে৷ বিক্রয়লব্ধ অর্থ “৭-ভূমি রাজস্ব” খাতে জমা দিতে হবে৷

 

টৌল হার:হাট বাজার হতে ইজারাদার কর্তৃক টোল/তোলা আদায়ের হার হাট-বাজারের প্রকাশ্য স্থানে সর্ব সাধারণের অবগতির জন্য টাংগিয়ে দিতে হবে৷ এ শর্ত ভঙ্গ করলে ইজারা বাতিল বলে গণ্য হবে৷

 

বাজেয়াপ্ত: হাট-বাজারের খাস জমির ইজারা গ্রহীতা যথাসময়ে পাওনা পরিশোধ না করলে যা ইজারার কোনো শর্ত ভঙ্গ করলে তার নির্মাণ/আধা পাঁকা নির্মাণ সব কিছু দায় মুক্তভাবে সরকার বরাবরে বাজেয়াপ্ত হবে৷

 

হাট-বাজারের পুকুর:  হাট-বাজারের অন্তর্ভূক্ত কোনো পুকুর থাকলে তার ব্যবস্থাপনা প্রচলিত জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী হবে৷

{স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ হতে ২০ জুলাই ২০০২ খ্রীঃ তারিখে স্মারক নং প্রজেই-২/হ-৫/২০০০/৪০৮ (৫২৭২) মতে}